তোমাকে উপেক্ষা করতে চাই না একটি রাতও কালো মুহূর্ত আর
তুমি থাকো আমার সাথে গভীরে আরো গভীর গাঢ় সবুজ শিশিরে।
পা ভিজে হাটি ঘাসের শীক্ত অনুভূতি পা থেকে মাথা পর্যন্ত নাড়িয়ে যাবে সকালের শীত হিম বাতাস
জেগে দিবে প্রতিদিন সন্ধ্যার মতো সকালে
আমরা দু'জন যাবো মরিজের বাড়িতে
খামারি গাছ গুলো কতোটা সতেজ কতোটা সুন্দর যুবতীর মতো দেখতে হয় দু'জনে খুঁজে নিবো
আমরা চুপ চাপ বোবার মতন।
১৫/০৩/২০২১
রাত-১১ঃ৩৬, ঘরের কোণে।আগুন।
0 Comments