না কিছু ভালো লাগছে না আর কালকের জীবন আনন্দ
আজকের জীবন মৃত্যের মতো সর্বনাশ।
ক্লান্তির অবস্বাদ পা থেকে মুখে হাই তুলে
পাশে অসহায় নির্বোধ হাত শূণ্যে আলতো করে পুড়ে হাউমাউ শব্দ করে।
যেনো আনমনে হাত সরে আছে হাতে,
চ্যাক চ্যাকে গা; অভাবে জ্বলে।
আমি জানালার একপাশে ঠায় শুয়ে আছি
ব্যবচ্ছেদ অঙ্গ-পতঙ্গ কুড়ে কুড়ে মাপি।

[হারানো দিন]