আমি বলি আমার ইশ্বর আমার মাা।
(সহজ ভাবে বলতে গেলে আল্লাহর থেকে মাকেই আমার বেশি স্বরণ হয়)
সেই দিনই তো ইংরেজি সাহিত্যে বেরোবি ফেরত আমার খালাতো ভাই আমার কথায় ক্ষুভে না ঈর্সায় চটে গিয়ে ছিলো
আমি বলতে পারি না।
আমার স্রষ্টা তাকেও আমি অনেক সময় বুঝিনা
সন্দেহে ভাবনার গতিসীমা ছিন্নভিন্ন করে গোয়াল বব্ধ
গরুর চারণভূমির বুকে।
বহ্মার সম্মিলনে একটি পদ চরণে আবার সেই
মায়ের কোলে নিরাপদ নিশ্চিন্ত সবুজ ঘুম।
১৩/০৭/২০২০
রাত- ১০ঃ৩৪
0 Comments