সাড়া বিকাল যখন কাটিয়ে সন্ধ্যা রাতে ঘরে ফিরি হীন চোরদের সাথে মিশে চোর হয়ে গেছি।
আমি ঘরে এলে সব থেকে বেশি খুঁজি তোমাকে
নিঃস্ব কাঙাল যার কিচ্ছু নেই
আশ্রয় খুঁজে কোনো রমণীর বুকের পাড়ে
ছোট হতে হতে বুকের গভীরে যেখানে পুরোনো মানুষের পূর্ণ আস্ত জাহাজ ডুবে ছিলো তোমার সমুদ্রের তলদেশে


হারিয়ে যাবো মিশিয়ে নিবো ছোট্ট অস্তিত্বে
ভোর হলো না আর আমার, পাখিদের কন্ঠে অবারিত ধ্বনি কানে আসে নাকো
আসলেও সেই সৃতি আজ ম্লান অনুভূতির মতো
তাই আসে না কবিতায়, গায়ে গায়ে বীষ ফোরা যন্ত্রণা দেয় না বিনা কারণে
তাই বিনয়ী কি? কেউ কেউ বলে বিনয় তোর  মধ্যে দেখা যায়।
আমি বিনয়ী, যেনো চারে পাশে যা কিছু সকলে কাছে এসে বলে তুই বিনয়ী পিপাসু।

১৫/০৩/২০২১
রাত- ০৯ঃ২৩, ঘরের কোণে।
একলা ফাগুন