জানালা খুলে দেই রাতের শুরুতে
অন্ধকার দেখতে ভালো লাগেআরো গাঢ় অন্ধকার খুজতে যেখানে
নিজেকে পাওয়া যায় পূর্ণ রূপে আমি তারই অপেক্ষায়
আজ মনে নাই ডেট তারিখ বার
এখনো বসে বসে জানালার বাহিরে খুঁজে যায়।
তবে অভ্যাস বসতো ভেবে যায় খুঁজি একটা অবয়ব
উলঙ্গ যার শরীর সরের মতো; কাঁদার মতো লেপ্টে থাকা যায়।
অভ্যাস বসতো এই একটি জিনিস ইতিপূর্বে বলেছি
আমাকে অবজ্ঞা করে বারবার মানুষের কাছে সমাজের কাছে।
আমি জীবন আনন্দকে দেখি খুব কাছ থেকে
যখন হীন হয়, মাথা হেট হয়ে যায় চোখেমুখে অপরিচিতের ছাপ
তখন আমি মানুষ নই, মায়ের কান্না ভেসে এলে
পাষাণ হই।
যেনো আমি মানুষ নই, মায়ের কান্না কানে এলে
যেনো আমি শুনতে পাই ভিতর থেকে বলছে পাষাণ
আমরা নিরুপায়
সকল ক্ষমতা ঔ প্রভুর হাতে
যাকে প্রভু বলেন সবাই, কেউ বলে স্বামী, কেউ বলে পিতা তারই শাসন সমাজে অবিরাম।
তাই আমরা প্রভুকে হাচকা টানে পায়ের নিচে ফেলি তারপর ডলে ডলে হাতে তুলি প্রভু রাবারের বস্তু
আকার আকৃতি একওই থাকে পাল্টায় না কিছুই।
আমরা কিভাবে পাল্টায়, আমাদের শৈশব, কৈশোর, যৌবনের প্রারম্ভে কি করে অতীতের ছাপ গুলো মুছে আসা যায়; আমরা জানি না, আমরা রেখে আসি ছাপ গায়ে বয়ে পাপ —
১৭/০৩/২০২১
রাত-১০ঃ৩৪, ঘরের কোণে।আগুন।
রাত-১০ঃ৩৪, ঘরের কোণে।আগুন।
0 Comments