বিড়ির পুটকি টা আজ বানানো গেলো না
ভূপেন হাজারিকা তোমার সাথে আড্ডা দিতে।—
একটি বিড়ি খেতে পারলাম না
অর্ধেকের বেশি জানলা দিয়ে আলোর দিকে ফেললাম টক করে।
আরেকটি বিড়ি জ্বালালাম
আগুন আছে
এর মধ্যে অনেক গুলো ঘটনা ঘটলো, ঘটনার বৃস্তীতি পা কতো খানি? ধরা যাক পাহাড় সমান
পাহাড়ের গায়ে হাত বুলায়নি কখনো
তবু পাহাড় কে দেখতে দেখতে পূর্বের ঘটনা গুলো আড়াল হয়ে যায়
ফিরে আসি, ডাকে- ফিরে আয় রে মাতাল
এই যে আমি তোর জন্য অপেক্ষা করি
এভাবে অবহেলা করবি আমাকে
ইশারায় পাশে যায়
আরো কাছে গা ঘেশে
আরো বুদ হয় গভীর থেকে গভীরে
গাঢ় অন্ধকারে নিজেকে পাই।
জানালার বাহিরে আলো দেখতে পাই
এখন রাতের শুরু দল বেধে কালো গভীর হতে চায়।
২০/০৩/২০২১
রাত-১০ঃ৫৬, ঘরের কোণে।আগুন।
রাত-১০ঃ৫৬, ঘরের কোণে।আগুন।
0 Comments