কতো কি যে বিপক্ষে গেলো
পাহাড়ের গায়ে তার বৃক্ষ আছেআজ কতো কি যে পক্ষে গেলো
তার নারী সত্বা টুকু শুধ পাহাড়টি গিলে ফেললো
পাহাড় এক জীবন্ত রাতের বুকে
রাত ভাড়ি রাত ক্লান্ত অচল কতো আয়োজন
এইসব সত্য যাকে দেখা যায়
শুধু সেইসব বলি এভাবে একা
অথচ বলা যায় না ঘটনা টি কোথা থেকে শুরু
মনোযোগ বাড়তে থাকলে ঘটনার সমাপ্তি ঘটে কবির জীবনে হঠাৎ ঘটে অগণিত সব ঘটনা
তবু বলি অথচ বলার ভাষা আমি পাই না
অথচ লাইট হাতে মনে হয় জাল নিয়ে গেলো কাঁধে
রাতে মাছ ধরবে? না
হয়তো-বা সকালে মাছ ধরে গোসল সেরে বাজারে যাবে তাই এতো তাড়াহুড়া
বুঝে গেলাম এইবার।
২০/০৩/২০২১
রাত-১১ঃ১৫, ঘরের কোণে।আগুন।
রাত-১১ঃ১৫, ঘরের কোণে।আগুন।
0 Comments