আমার প্রথম পাণ্ডলিপি প্রেমের আগুন আর ঝর্ণার।
অপেক্ষায় রাখলাম তোমাকেমুছে যাওয়া সেই সকল সকাল-দুপুর-সন্ধ্যায় কতোবার অপেক্ষায় রাখলাম, কতো করে ডাকলাম তোমায়।
শুনতে, শুনাতে না কিছুই
তোমার শরীর ছিলো আমার কাছে মহা বিস্ময়
আমি ছুয়েছি খুব কম,
তাতেই তুমি মনে রাখবে আজীবন আমার কথা।
ঝর্ণা আর আগুন দু'টি মানুষের নাম
একজন পুরুষ আরেক জন নারী
তাদের জীবন তাদের উৎপাদন-উদ্ভাবন সুন্দর জীবনের রঙ যেনো ছবি এঁকে যায় ধারণ করি কবিতা গান আর চলচ্চিত্রে।
আমি মানুষ একশত নিরানব্বই টি বৈশিষ্ট্য গুণাগুণ আমার ভিতরে আছে
এখান থেকে যা কিছু সহজ সম্ভব
আমাকে টানে।
আমি থেকে যায় এখানেই
যতোদিন থাকতে পারি ভালো লাগে
বন্দবস্ত ঠিক হয়ে যাবে
সে কথা বলছি না এখন
থেকে যেতে চাই পৃথিবীর জীবনে বয়ে বয়ে
মানুষ হিসেবে আমার প্রবৃত্তি আমার কর্ম আমার অভ্যাস আমরা রুচিবোধ সব গুলি প্রকাশ পাক
এই আমার আবেদন, আমার কামনা-প্রেম।
২০/০৩/২০২১
রাত-১১ঃ৪১, ঘরের কোণে।আগুন।
রাত-১১ঃ৪১, ঘরের কোণে।আগুন।
0 Comments