সিগারেটের তাপে ঠোঁট পুড়ে যাচ্ছে
কালো দাগে এঁকে যাচ্ছে জীবনের ছবি জীবনের হিসেব তবুও বাঁকি থেকে যায় অধিক।মা আমার বুঝে না বুঝে না সেই সংশয় আমাকে আঘাত করে সে আঘাত আমার নিজের
আমাকে আঘাত করার মতো কেউ নেই কেউ থাকে না
এই রাত এই প্রতিটি অন্ধকার সাজানো আলো প্রতিটি ঘোর মুহূর্ত প্রতিটি শব্দ পতিটি রাতের পাখি কীটপতঙ্গ
যাদের সঙ্গমের তৃপ্তির শব্দ আমি শুনি এই রাতে
নিঃসঙ্গ একাকী
আমি সঙ্গি খুঁজি তবু আমি পায় না যেনো নিরুপায়
থেকে থেকে ভয় হয় এই জীবন কে নিয়ে আরো কতো ভয়ংকর কালো আমাকে জেকে বসবে আমাকে আক্রান্ত করবে তাদের মতো
সেই কালো সেইসব প্রকৃতি সাথে থাকি আমি
আমরা কতো ভালো অথচ আমাদের প্রাপ্য কখনো মিলে না অথবা অসীম সেই সাগর
যেখানে সাঁতার কাটা যায় ইচ্ছে মতো স্বাধীন সত্বায়
প্রকৃতি আমাদের সঙ্গমের হাড় বাজনার বাসর
আমরা প্রেমিক আমরা সাধক তবু আমাদের হয়নাকো মিলোন আমরা প্রতিক্ষা কে ভড়ায়
রাতের আসর, এ আমার একাকীত্বের শহর যা সাজানো হয়েছে শুধুই আমার মতো
এইসব কে কবিতা বলে স্বীকৃতি দেওয়ায় আজ আমি মহামানব আমি ভাবতে পারি সুবিশাল আকাশ আমার মতো ছোট্ট পৃথিবী।
২৩/০৩/২০২১
রাত-১১ঃ৪২,ঘরের কোণে। আগুন।
0 Comments