ঐ নীল আকাশ কালো মেঘে আঁধার ঝড়ো বৃষ্টি হলো
আমি ভয় পেয়েছিলাম সেদিন সেই কাকার কথায়বলেই তারা চলে এলো আমি পাথারের মধ্যে একা
প্রকৃতি আজ ভয়ংকর রূপে এসেছে। সাঁঝের আগেই
কাম কাজ বন্ধ বাড়ির পথে আইলে চোখ রেখে ভয় বাড়ছে মনে হলো অন্ধকার আইল দেখা যায় না
বিজলী চোমকাচ্ছে শব্দ ছাড়া
মনে হলো সেই নিঃশব্দ বিজলীর সকল শব্দ জড়ো করে কানের কাছে বাধন ছেড়ে দিবে শব্দের
মনে হলো আজকেই আমার প্রথম মৃত্যুর জন্য ভয় হয়
কালো আকাশ কে ক্ষোভে কর্কশ শব্দে বললাম বেশি করে এই অভিশপ্ত মেঘে ঢাকা কালো আকাশ আমাকে গ্রাস করো
মনে হয় দোয়ারে পা রাখতে পারবো না আর
খবর ছড়িয়ে যাবে বজ্রের আঘাত মৃত্যু হয় ইসরাফিল এর। মাকে দেখতে পাবো না বোন কে দেখতে পাবো না বাবা কে দেখতে পাবো না ভয় বাড়তে থাকে আমার হাটার ধরন বজ্র আকাশ থেকে নেমে মাথার ঠিক পাঁচ হাত উপরে হাটার ধরণ অস্বাভাবিক
ভাবলাম দেখানো ভয়
মানুষ আমাকে দেখিয়ে গেলো
আমি এরকম অনেক বজ্র, কালো আকাশ কতোবার প্রত্যাখ্যান করলাম
সেইসব দিন মুছে যাবে না কো জীবন থেকে না এখন না তখন।
০৫/০৪/২০২১
রাত-১১ঃ৪৫, ঘরের কোণে। বিড়াল ছানা।
রাত-১১ঃ৪৫, ঘরের কোণে। বিড়াল ছানা।
0 Comments