কবিতা আমি মরে যাচ্ছি
তোমার সুন্দর দু'টি হাতে আমাকে ধরো।
কবিতা আমি বিকেলের কথা বলি
যখন আমি আমার সন্তানদের শিশুর মতন দেখি
তখন আমি জমির পাজরে কোদাল হাতে কখনো দাঁড়িয়ে কখনো বসে
কাজ এগোয় না
আমার কি কেউ আছে
নাই তো সেই প্রসাদ ফুলের একটি পাপড়িও পড়ে নেই টসটসে অথবা শুকনো গাছের গোড়ায়
নিজেকে ব্যর্থ মনে হয় আমার
আমি কোথাও পাই না থাউ
যেনো অথই সাগরে জড়িয়ে পরে থাকার মতো একটি কাষ্ঠ টুকরোও আমার কাছে নাই
নিজেকে নিঃস্ব মনে হয়, যেমন খড়কুটো ভেসে যায় বন্যায়।

২১/০৩/২০২১
রাত-০৮ঃ৪৯,ঘরের কোণে।আগুন।