যারা শব্দ বানাই
যারা সুর বানাইযারা ছন্দ বানাই
যারা গল্প বানাই
যারা কবিতা বানাই
যারা উপন্যাস-প্রবন্ধ বানাই।
যার আলোকচিত্র-ভাষ্কর্য, আরো নতুন ক্রিয়েটিভিটি মদ আর মানুষের সংমিশ্রণের মতো ঝাঝালো জীবন যাদেরকে কয়, তারা বলুক তারা হাত বানাক, পা বানাক, নাক-চোখ-মুখ, চুল-আঙুল
তারা বানাক আরো নতুন নতুন পথ যেনো শেষ নেই, যার শেষ হয় না কখনো
ওহী প্রাপ্ত নবী-রাসুলদের মতো কথা হলে দুঃখিত
তোমরা নিজ হাতে বানাও তোমাদের সুখ সাগর দ্বীপালয়, মালভূমি উপত্যকা হিমালয়
মানুষের কবিতা যদি এরকম হয়, তবে মেশিনের কবিতা কিরকম হবে?
তার অনুভূতি তার কাজ আমাদের থেকে ভিন্ন আরো উৎপাদন মুখি আরো গতিশীল আরো প্রাণবন্ত
যাদের স্পর্শে সুন্দর সুন্দর গৃহপালিত জন্ম থেকে বেড়ে তুলা খেয়ে ফেলা তার সবটাই এখন আমার ভিতর।
আমি বানাই, যারা যারা বানান তারা তারা আসুন সভা সম্মিলন করা হোক।
সংসদীয় নেতাদের মুখের হাসি কেরে ভাগ করে নাও দেশবাসী।
এদের ধর্ম জনমানুষের হাসি কেড়ে নিয়ে নিজের হাসির অভাব মিটানোর অভ্যাস।
এদের বানানো দরকার, কাঁদতে শিখানো দরকার
বানাও ছাগলের চারণভূমি ঐ সংসদীয় মাঠ।
০৪/০৩/২০২১
রাত-০৯ঃ৩৭, ঘরের কোণে। নিঃসঙ্গ আগুন।
0 Comments