আত্মার কথা শোনা যায়, মানা যায় না হুবহু।
শিল্প সাহিত্যে তাকে মানতেই হবে এরকম জোড়া জোড়ি নাই কাহারো।শহরের ছেলেপুলে বান্ধা পড়ে ঘরে তাই দুঃসাহসি হয় ভীষণ।
আমাদের কে এর ভেতর থেকেই সবকিছু দেখতে হবে বলার আছে যা কিছু।
টাপে পানির শব্দ, অযু করার ছন্দ কানে আসে
এবার বালতিতে ছাড়া পানির শব্দ, কখনো কখনো বুড়ীর কাপড় ধুওয়া শব্দ, এর মধ্যেই থাকতে হবে আরো ভালো করে কি ভাবে থাকা যায় শিকড় গাড়া যায় শক্ত মাটিতে সেই প্রাক্টিজ'ই করে যেতে হবে।
পরগাছার মতো যতো উদ্ভিদ আছে খেয়ে ফেলতে হবে তাদের খাবার অভুক্ত কষে কষে শুকিয়ে পুড়ে ছাই করে ফেলতে হবে।
যারা স্বাধীন, যাদের নিজস্ব কাজ থাকে
যারা প্রতিনিয়ত স্বাধীনতার সীমানা বিস্তারে উদগ্রীব
শুধু তাদের জন্য এই সুযোগ।
মাদকতা মানুষের জীবনের সাথে মিশে থাকুক।
০৫/০৩/২০২১
দুপুর-০১ঃ১০, ঘরের কোণে। একলা রোদ।
0 Comments