আমরা মরে যায় আবার ফিরে এসি বদলি হলে পুনরায়

আমার প্রতি যাদের অভিযোগ তারা একা একা বলতে চায়, আমি বললাম এখানেই বল, আমি এখন সব শুনতে পারি ছোট্ট হাসিতে।
তবুও তাদের দ্বিধা হয় সংশয় যাগে মনে
আমি বলি- ওকে ডান
সবাই চলে গেলো যে যার মতন
অভিযোগ অস্ফুট যেনো ফুটে বের করি স্বং
বের করে রূপ দেয় শব্দে- শ্রেনিহীন বলতে পারে
আমি তো সেই রকমই চর্চা করি শ্রেনিহীন সমাজের
যা আমার মধ্যে আছে থাকবে যতো দিন না জীবন থেকে কবিতা থেকে মুছে যাবে। সেই দিন আর একবারো উচ্চারণ করবো না শ্রেনিহীন শব্দের।
যারা ডিফেন্স করতে পারে না আমার পক্ষে, যাদের খারাপ লাগে তাদের কাছে আমার ব্যর্থ টুকরো কাঁচা পাকা ফল ফিরিয়ে দিয়ো।
তাদের সাথে কথোপকথন হয়েছে সামান্যই তাড়াহুড়ো জীবনের, কবিতার; টিকিয়ে থাকা সব থেকে বড়ো লড়াই।
আমরা মরে যায় আবার ফিরে এসি বদলি হলে পুনরায়।


১৯/০২/২০২১
রাত-০৮ঃ২১, ঘরের কোণে।ফাগুন।

Post a Comment

0 Comments