এই সিগারেট যেখানে ফুরিয়ে যাবে
সেখানে আমি থেমে যাবোআঙুলের মাথায় নিয়ে টুকা মারবো
আর কিছুক্ষণ হাটবো এই নিরিবিলি আমার ভালো লাগে তাই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে
গান শুনতে শুনতে হাটা ধরলাম যেনো লক্ষ রেখে যেখানে থেমে যায় সামনের মোড়ে অথবা শ্মশানে
এখানে থেমে আগায়ে যাইনি আর সামনে
তাই বলতেছি আমি কোনো লক্ষ্য রাখতে চায় নাকো
আমি হাটতে চায় আরো আরো ভিতরে যার কোনো লক্ষ্য নাই।
সিগারেট আর একটি জ্বালায়
এবং হাটিয়ে পিছনে যাওয়ার ইচ্ছা ক্ষীণ
তাই সামনেই হাটি সেই পরিচিত পাড় যার বুক দিয়ে মোটরসাইকেল চালিয়ে শ্মশান পর্যন্ত এই তো আমাদের খুব পরিচিত একটা পথ
তাই ভয় নেই কারো বীষে তবুও
যেতে পারছি না, যেনো দড়ি ধরে টান মারছে পিছন থেকে বন্ধু গণ।
১৮/০২/২০২১
রাত-০৬ঃ১৬, ডারার পাড়।ফাগুন।
0 Comments