আগুনের শয়তানের মতো ঘরে ফিরছি যখন, তখন ভালো লোহার দরজা থেকে শয়তান টি গায়ে আমার উঠলো
ঘরে কেউ না আমি আর শয়তান
তোমার মতন
খাটে বসে থাকবো হেলান দিয়ে বলবো বুকে চুমুর হিমালয় চাষতে
আগুনের শয়তান এবার তুমি আমার বুকে কান পাতো
আমার বুকের ভিতর যে রত্ন খুনি তার মুখ তুমি খুলো
প্রতিটি শব্দ কিভাবে দুইকানে শুনা যায়
যদি তা হয় তবে কি হয়, কি হবে তা কারোরই জানার কথা না, না আমার না তোমার।
আমি ভিক্ষারির মতো তোমাকে শুনাবো তুমি শুনবে
বুকে কান পাতলে দুই কানই শুনা যায় একসাথে
এসব মাতলামি থেকে যাক না
আমার চাষের জমিতে
আমি উৎপাদনের সাথে আত্মীয় গড়বো
ঘরে রাখবো জনম জনম ভর।
হিমালয় আঁকো এই বুকে রং তুলির তোমার দু'টি ঠোঁটে, তুমি নেই বলেই আজ আমি ধ্বংসের সাথে লড়ি ক্ষণে ক্ষণে।
আমি মানুষ, তুমি নও ভুল
তুমি মানুষ, আমি নই ভুল।
আমরা একে অপরে আয়নার মতো যুদ্ধ করি।


০১/০৩/২০২১
রাত-০৮ঃ১৮, ঘরের কোণে। একলা ফাগুন।