সবাইকে আমার থেকে বড়ো আর্টিস্ট মনে হয় না
যাদের মনে হয় তারা অনেক বড়ো আমার থেকে অনেক অনেক বড়ো।
অঞ্জন দত্ত দিয়ে আমার শুরু
কফিল আহমেদ
ভূপেন হাজারিকা
শ্যাম সাগর মানকিন
নচিকেতা
মান্না দে
শ্যামল মিত্র
মৌসমি ভৌমিক
হৈমন্তি শুক্লা
লতা মঙ্গেসকার
লাকী আকন্দ
জেমস
আয়ু বাচ্চু
হাসান
তুহিন
সমুন
রবীন্দ্র, নজরুল,
লালন গীতি
আরো আছে না থাকা নয় সব গুলোর নাম মনে রাখাও সম্ভব নয়
যাদের কে কম বেশি জানি তাদের কেই শুধু মনে পরলো এই অবেলায়।

মনেই নেই সেই প্রিয়ো শিল্পী কিশোর কুমার জলের গান, মহিনের ঘোরাগুলির, আরো বালছাল কিকি যেনো!


 ৩০/০১/২০২১

রাত-০৯ঃ২২, ঘরের কোণে। শীত।