আমরা যখন জেগে থাকি তখন রাত হয় গভীর
আমরা যখন জেগে উঠি তখন দিন হয় ভাড়
আমরা যখন শুয়ে পরি তখন বিছানায় হয় বাত
আমরা যখন সুম্মখে মাথা তুলে দাড়ায় তখন তোমার শূন্য স্থান সবার প্রথমে পরে।
মনে হয় জীবনের অর্ধেক কার্যক্ষমতা হারিয়ে গেছে; প্যারালাইজড।
আমরা যখন গান শুনি গায়ক তখন ধন্য হয় লতামঙ্গেসকার তাই বলে।
আমরা যখন কবিতা পরি কখনো কখনো কবির থেকে বেশি নিজেকে ধন্য মনে করি
আমরা যখন কোনো শিল্পীর শিল্পকর্ম দেখি তখন ধন্য হয় শিল্পী।
আমরা যখন চাই তখন স্বং রাধা, স্বরসতী বার্তার বেগে চলে আসে সাক্ষাতে।
আমরা যখন গড়ি তখন গজও আমাদের নক্ষ দরপে
ঠাই পাই তার নিজস্ব পৃথিবীর কাছে।


২২/০২/২০২১
রাত-১১ঃ২৯, ঘরের কোণে।ফাগুন।