আজকে নয়।
মার্চ মাসের কোনো এক দিনের কথা তারিখ সঠিক মনে নাই।
কোনো একদিন হঠাৎ পুরোনো কবিতা চোখে পড়াই
ভেবেছিলাম এই দিনে কবিতার একবছর পূর্তি উৎসবের আয়োজন করবো
কবিদের প্রিয় শুকনো পানীয় দ্রব্যাদি
সব থাকবে রাতে মোমবাতি মুখোমুখি আমরা দু'জন আমার কবিতার মতো সুন্দর একটি যুবতী আগুনের পাশে মুখে তার বিস্ফোরিত শিল্প আমার চোখে লাগে
সেই থেকে চোখ দু'টি আমার
কবিতার বর্ষপূরণ উৎসবে তোমার জন্য একটি ফুল
দুইটি ফুল তিনটি ফুল এই যে নাও তোমার জন্য আমার বাগান।
—
ঝর্ণা তুমি দূর থেকে ফুলের আড়ালে
ঢেকে রাখো বুক পেট পিঠ
তোমার যোনিতে স্পর্শ কাতর ফুল ফুটে না আজ
ঝর্না তুমি নদী হও তোমাকে আমি দেখি
তুমি কি মানুষ নাকি ঝর্না!
১৯/০৩/২০২১
রাত-১০ঃ২৫, ঘরের কোণে।আগুন
0 Comments