এতো অভাব তার পরও রাজশাহী যাচ্ছি
ঘন্টা খানেকের সময় নিয়ে
খুব তাড়াহুড়ো দাদা, নীল দা কে বললাম-
এই একটি প্যান্ট আর এই পাঞ্জাবি পড়ার মতো আছে
নীল দা বললো- এই আমার একটা প্যান্ট আছে নিবি
আমি বললাম- দেখি
অর্বাক দা বললো- এই আমার কাছে একটা শার্ট আছে
আমি বললাম- দেখি তো দাদা।
আমরা পছন্দ হলো, আমার খুব অভাব
দাদা আমার খুব অভাব
তারা আমার কিছুদেনর অভাব মিটালো
আপনাদের কাছে পেলে আমার সকল অভাব যায় কেটে

১৬/০৩/২০২১
রাত-১০ঃ৪৯, ঘরের কোণে। আগুন।