নিজেকে নিয়ে অনেক ভাবি ভাবনার সময় এখন পর্যাপ্ত, আমি তার অংশ পাই।
ভেবে ভেবে সাহস খাই, এখন লিখছি লিখে যাবো একটা সময়সীমা পর্যন্ত, নিজে কে গোছিয়ে নেওয়ার পর।অনেকই বলবেন তুমি গোছায়ে নিচ্ছো সেই সেকেন্ড ইয়ার থেকে, এবার না হয় মালকাচ মেরে নেমে পড়ো
আমার প্রত্যাশা ভুল যা চাই তাই পেয়ে যাই
যা ভাবি তাই করি বেঁচে থাকি কাজে
আর যখন বেটারি লো তখন চার্জিং মোড
এখন থেকে গোছানোর গল্প কবিতা হয়ে যাবে
সহ্য-অসহ্য মিথ্যাচারে ডুবে থাকতে হবে
চোখ দো'টকে মাথার পেছনে সব কিছু উল্টা করে দেখতে হবে।
কতোটা অবজ্ঞা আর কতো বার ধ্বংস এসে কামনার ঘ্রাণ ছরিয়ে দিবে বিছানা জুড়ে, এইসব মিথ্যাচার আর কতো কাল কবি-কে যন্ত্রণার ভারে ভারি করবে।
০২/০৩/২০২১
রাত-১০ঃ৫৯, ঘরের কোণে।একলা ফাগুন।
0 Comments