যাক দরজায় পা রাখার আগেই মনে পরলো বাপের কথা তিনি মটরে দুপুরে ভাত খাননি
এখন মাগরিব পার হয়ে গেছে সন্ধ্যা সাতটা
দরজায় ডুকেই বাপ কে খোঁজ'লাম যদি না পাই
মটরে যাবো নিতে
দেখি বাপের ঘরে তার আলো খানিকটা নিশ্চিন্ত হলাম
আর একটু এগিয়ে গেলাম আরো একটু নিশ্চিত হলাম
আমার ঘরে আসলাম নিঃশব্দে দরজা খুলে নিঃশব্দে ইলেকট্রিক জ্বালালাম ক্যারেন্ট নেই শব্দ করে ফ্যানের সুইচ টিপলাম টেবিলের দিকে চাই, মরে যায় মরে যায়
আমি মরে যায় আমি মরে যায় আমাকে উদ্ধার করো হে নিঃশব্দের দল আমি আকোল হয়ে থাকি তোমাদের হবে কোলাহল আর সমাগম অচিরেই তৃণ গজবে আমার বক্ষতট হে শব্দ তোমাকে গ্রাস করবো আমাকে শক্তি দাও।
৩০ এপ্রিল ২০২৩
সন্ধ্যা সাতটা বাইশ। মাঘী বৈশাখ।
0 Comments